Indian Family Found Dead:‌ কানাডা থেকে বেআইনিভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা, নৌকাডুবিতে মৃত এক ভারতীয় পরিবার সহ ছয় জন

আজকাল ওয়েবডেস্ক:‌ কানাডা থেকে আমেরিকায় নদী পথে বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টা।

নৌকাডুবিতে মৃত এক ভারতীয় পরিবার সহ ছয় জন। মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। 
কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে একটি জলাভূমি থেকে ছয় জনের দেহ উদ্ধার করা হয়। কাছেই একটি ডুবে যাওয়া নৌকাও পাওয়া গিয়েছে। ওই নৌকাটি দীর্ঘদিন ধরে নিখোঁজ এক ব্যক্তির। যে ছয় জনের দেহ উদ্ধার হয়েছে, তারা দুটি পরিবার বলে জানিয়েছে পুলিশ। একটি রোমানিয়ান পরিবার ও অপর পরিবারের সদস্যরা ভারতীয়। রোমানিয়ান পরিবারের কাছ থেকে কানাডার পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে ভারতীয় পাসপোর্টও। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। অপর একটি শিশুর পাসপোর্ট উদ্ধার হলেও তাঁর দেহ এখনও পাওয়া যায়নি। পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। যে অঞ্চল থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে তা কানাডার মোহকের অন্তর্গত। 
পুলিশ জানিয়েছে, সেন্ট লরেন্স নদী পার হয়ে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের সময়ই এই দুর্ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, নদীর কিনারায় কিছু একটা ভাসতে দেখা গিয়েছিল। সন্দেহ হতেই পুলিশকে খবর দেওয়া হয়। এরপরই উদ্ধারকাজ শুরু করে পুলিশ। একে একে উদ্ধার হয় দেহগুলি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, বেআইনিভাবে কানাডা থেকে আমেরিকায় প্রবেশের চেষ্টা করছিল পরিবার দুটি। নৌকাডুবিই মৃত্যুর কারণ। তবে বিষপ্রয়োগ মৃত্যুর কারণ কিনা জানতে টক্সিকোলজি পরীক্ষা করা হয়েছে মৃতদেহের। 


 

আকর্ষণীয় খবর