Syria: সিরিয়ায় শুরু মার্কিন বিমান হামলা

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ সিরিয়ায় ইরানপন্থী জঙ্গিগোষ্ঠী গুলিকে টার্গেট করেছে আমেরিকা।

বৃহস্পতিবার থেকে বিমান হামলা শুরু করেছে আমেরিকা। সূত্রের খবর, ইরানপন্থী জঙ্গিগোষ্ঠীর ড্রোন হামলায় একজন মার্কিন সেনা মারা গেছেন। পাঁচ সেনা আহত। এরপরই পাল্টা বিমান হামলা শুরু করেছে সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনারা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, উত্তর পূর্ব সিরিয়ার হাসাকেহ প্রদেশে মার্কিন সেনার ঘাঁটিতে বৃহস্পতিবার দুপুরে হামলা চালায় ইরানপন্থী জঙ্গিগোষ্ঠী। এরপরই পাল্টা দেয় মার্কিন সেনা। জানা গেছে, জঙ্গিরা হামলায় যে ড্রোন ব্যবহার করেছে, তা ইরানে তৈরি। 

‌‌

আকর্ষণীয় খবর