America: ‌‌আমেরিকায় ঝড়ে গাছ চাপা পড়ে মৃত পাঁচ

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রবল ঝড়ের জেরে গাছ চাপা পড়ে মৃত অন্তত পাঁচ।

মঙ্গলবার শহরের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। সঙ্গে ছিল ঝোড়ো বাতাস। হয়েছে তুষারপাতও। তীব্র ঝড়ের জেরে অনেক এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। একাধিক এলাকা ছিল বিদ্যুৎহীন। ভেঙে পড়েছে শতাধিক গাছ। ক্যালিফোর্নিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ১৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা নদীগুলোর পাড় উপচে বা ঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যে পাঁচজন ঝড়ে মারা গেছেন, তাদের মধ্যে সান ফ্রান্সিসকোর বাসিন্দা দু’‌জন। এছাড়া ওকল্যান্ড, কনট্রা কোস্টা কাউন্টি ও সান মাতেও কাউন্টিতে একজন করে মারা গেছেন। 

আকর্ষণীয় খবর