প্রেম থাকা, প্রেমে বাঁচা…… শিবানী মুখার্জি পাণ্ডে কৌশিক গাঙ্গুলি,চুর্ণী গাঙ্গুলি: বহু বছর একসঙ্গে ঘর করছেন তাঁরা। আজ প্রেমের দিনে বলছেন, সবটাই নির্ভর করে কোঅপারেশনের ওপর, বোঝাপড়ার ওপর । একজনের সঙ্গে অন্যজনের বোঝাপড়া, দাম্পত্য জীবনের প্রেমকে টিকিয়ে রাখার মন্ত্র । আমাদের ক্ষেত্রেও তাই । পরস্পরকে আমরা বুঝতে চেষ্টা করি, অনুভুতিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করি। মৌমিতা, নাইজেল: প্রেম দিবসে তাঁদের ধারণা, পরস্পরের প্রতি সম্মান, স্নেহ, আনুভুতি এইসব বিষয়গুলই প্রেমকে টিকিয়ে রাখতে সাহায্য করে বলেই আমার ধারণা । তাঁরা বলছেন একজন অসুস্থ হলে, বা ডিপ্রেশনে গেলে অন্যজনের পাশে থাকা, নির্ভরতার আশ্বাস দেওয়ার নামই প্রেম। সেই প্রেমই দাম্পত্য প্রেমকে টিকিয়ে রাখতে সাহায্য করে। পরস্পরের প্রতি সম্মান ভালবাসা টিকিয়ে রাখার মন্ত্র । বাইরে সেলিব্রেটি কিন্তু ঘরে আর পাঁচজনের মতই দম্পতি । তাই সব পরিবারের জন্য একই ইকুয়েশন, হয়তবা পরিবেশ পরিস্থিতি আলাদা, কিন্তু হিসাবটা একই , সম্পর্ক, ভালবেসে টিকিয়ে রাখা। আমাদেরও ভালবাসেই সম্পর্ক টিকে আছে। লোপামুদ্রা মিত্র, জয় সরকার: প্রবল জনপ্রিয় জুটি জানাচ্ছেন, 'আমদের সম্পর্ক বন্ধুর মত । আমাদের বেশকিছু কমন বিষয় আছে যেটা দুজনেই মেনে চলি, যেমন আমরা কেউই পরনিন্দা করতে পছন্দ করিনা, আমরা যে যার ভুল একে, অন্যজনকে ধরিয়ে দি, আমরা কাজের ক্ষেত্রে দুজনেই পারটিকুলার ,দুজনেই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পছন্দ করি । হয়েতবা এইজন্যই আমরা এখনও পাশাপাশি আছি, ঠিকই আছি। এইভাবেইত বাইশ বছর কাটিয়ে দিলাম । আসলে নিজেরদের সঠিক বোঝাপড়ার একটা যোগসূত্র থাকলেই ভালবাসা টিকে যায় বলে বিশ্বাস।' সঞ্জয় বুধিয়া, মিনু বুধিয়া: প্রেমের দিনে তাঁরা বলছেন, 'সারা বছরই প্রেমের দিবস, মানা উচিত। কারন, প্রতিদিনের বোঝাপড়া, ‘ভালবাসা’ শব্দটার সাথেই যুক্ত। ভালবাসা বলতে, সংসারে সমস্ত মানুষজনের ক্ষেত্রেই বোঝায় , যেমন মা,র সাথে ছেলে, মেয়ের, ভাই, বোনের , সাথে বন্ধুদের সাথে , সবার সাথে সবার সম্পর্কই ভালবাসা দিয়ে বাঁধা। তাই ভালবাসার দিন,প্রতিদিন ,কোন একদিন নয়।'
প্রেমে থাকা, প্রেমে বাঁচা……
প্রেমে থাকা, প্রেমে বাঁচা……
প্রেমে থাকা, প্রেমে বাঁচা……
প্রেমে থাকা, প্রেমে বাঁচা……
প্রেমে থাকা, প্রেমে বাঁচা……