Bollywood Love stories: বলিউডের প্রেমের আখ্যানে আজীবন স্মরণীয় হয়ে থাকবে যে সব নাম! প্রেমদিবসের আগে, ফিরে দেখা

সংবাদ সংস্থা, মুম্বই: আরবসাগরের ধার ঘেঁষে স্বপ্নের আনাগোনা বলিউডের। সাফল্য, সম্পর্ক, বিচ্ছেদ, ব্যর্থতা সবই উজ্জ্বল লাইমলাইটে। শুধু প্রেম নয়, আছে ত্রিকোণ প্রেমের আখ্যানও। এই প্রেমদিবসের প্রাক্কালে তাই ফিরে দেখা, বলিউডের প্রেমের গল্পগুলো। প্রথমেই আসে রেখা আর অমিতাভ বচ্চনের কথা। তাঁদের প্রেম আজও বলিউডের বড় চর্চা। রটনা জয়া বিচ্ছেদ চাননি। আর রেখা, তিনি ভালবেসেছেন দুরত্বে থেকেই।

সংবাদ সংস্থা, মুম্বই: আরবসাগরের ধার ঘেঁষে স্বপ্নের আনাগোনা বলিউডের। সাফল্য, সম্পর্ক, বিচ্ছেদ, ব্যর্থতা সবই উজ্জ্বল লাইমলাইটে। শুধু প্রেম নয়, আছে ত্রিকোণ প্রেমের আখ্যানও। এই প্রেমদিবসের প্রাক্কালে তাই ফিরে দেখা, বলিউডের প্রেমের গল্পগুলো। প্রথমেই আসে রেখা আর অমিতাভ বচ্চনের কথা। তাঁদের প্রেম আজও বলিউডের বড় চর্চা। রটনা জয়া বিচ্ছেদ চাননি। আর রেখা, তিনি ভালবেসেছেন দুরত্বে থেকেই।

সংবাদ সংস্থা, মুম্বই: আরবসাগরের ধার ঘেঁষে স্বপ্নের আনাগোনা বলিউডের। সাফল্য, সম্পর্ক, বিচ্ছেদ, ব্যর্থতা সবই উজ্জ্বল লাইমলাইটে। শুধু প্রেম নয়, আছে ত্রিকোণ প্রেমের আখ্যানও। এই প্রেমদিবসের প্রাক্কালে তাই ফিরে দেখা, বলিউডের প্রেমের গল্পগুলো। প্রথমেই আসে রেখা আর অমিতাভ বচ্চনের কথা। তাঁদের প্রেম আজও বলিউডের বড় চর্চা। রটনা জয়া বিচ্ছেদ চাননি। আর রেখা, তিনি ভালবেসেছেন দুরত্বে থেকেই।

প্রেমের কথা হচ্ছে আর বলিউডের প্লে বয়ের কথা হবে না এমনটা হয়! ক্যাটরিনা কইফ, দীপিকা পাড়ুকোনের সঙ্গে চুটিয়ে প্রেম করার পড়ে রণবীর কাপুর বিয়ে করেন অভিনেত্রী আলিয়া ভাটকে। ইদানীং, কন্যে রাহাকে নিয়ে ব্যস্ত জুটিতে।

প্রেমের কথা হচ্ছে আর বলিউডের প্লে বয়ের কথা হবে না এমনটা হয়! ক্যাটরিনা কইফ, দীপিকা পাড়ুকোনের সঙ্গে চুটিয়ে প্রেম করার পড়ে রণবীর কাপুর বিয়ে করেন অভিনেত্রী আলিয়া ভাটকে। ইদানীং, কন্যে রাহাকে নিয়ে ব্যস্ত জুটিতে।

শহিদ কাপুরের সঙ্গে নাম জড়িয়েছিল প্রিয়াংকা চোপডারও। শুধু তাই নয় তিনি মন দিয়েছিলেন অভিনেতা হরমনের সঙ্গেও। সব ফেলে প্রিয়াংকা পাড়ি দিলেন বিদেশে। গাঁটছড়া বেঁধেছেন শিল্পী নিক জোনাসের সঙ্গে। তাঁদের মেয়ের নাম মালতী।

শহিদ কাপুরের সঙ্গে নাম জড়িয়েছিল প্রিয়াংকা চোপডারও। শুধু তাই নয় তিনি মন দিয়েছিলেন অভিনেতা হরমনের সঙ্গেও। সব ফেলে প্রিয়াংকা পাড়ি দিলেন বিদেশে। গাঁটছড়া বেঁধেছেন শিল্পী নিক জোনাসের সঙ্গে। তাঁদের মেয়ের নাম মালতী।

করিনা কাপুর আর শাহিদ কাপুরের প্রেম সেই ‘জব উই মেট’ ছবি থেকেই। রটনা অভিনেতার জন্য নিরামিষ খাবারেও মন দিয়েছিলেন করিনা। পর্দায় ঠোঁটে ঠোঁটও মিলিয়েছিলেন। তার পর বিচ্ছেদ। এখন তো তৈমুর আর জেহ কে নিয়ে তিনি বলিউডের বেগম।

করিনা কাপুর আর শাহিদ কাপুরের প্রেম সেই ‘জব উই মেট’ ছবি থেকেই। রটনা অভিনেতার জন্য নিরামিষ খাবারেও মন দিয়েছিলেন করিনা। পর্দায় ঠোঁটে ঠোঁটও মিলিয়েছিলেন। তার পর বিচ্ছেদ। এখন তো তৈমুর আর জেহ কে নিয়ে তিনি বলিউডের বেগম।

 .

.

প্রায় চোদ্দ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন বলিউডের ‘গ্রীক গড’ হৃত্বিক রোশন। বিদেশী অভিনেত্রী মোরী’র সঙ্গে তাঁর সম্পর্কের রটনা শোানা যায়। পরে অভিনেত্রী কঙ্গনার সঙ্গে তাঁর সম্মুখ সমর বলিউডের হিট গসিপ ছিল এক সময়। বর্তমানে তিনি ডেট করছেন সাবা আজাদের সঙ্গে।

প্রায় চোদ্দ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন বলিউডের ‘গ্রীক গড’ হৃত্বিক রোশন। বিদেশী অভিনেত্রী মোরী’র সঙ্গে তাঁর সম্পর্কের রটনা শোানা যায়। পরে অভিনেত্রী কঙ্গনার সঙ্গে তাঁর সম্মুখ সমর বলিউডের হিট গসিপ ছিল এক সময়। বর্তমানে তিনি ডেট করছেন সাবা আজাদের সঙ্গে।

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে অভিনেতা আদিত্য পাঞ্চোলির সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। সম্পর্ক টিকিয়ে রাখতে অভিনেত্রী নাকি কালাজাদুও করতেন।

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে অভিনেতা আদিত্য পাঞ্চোলির সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। সম্পর্ক টিকিয়ে রাখতে অভিনেত্রী নাকি কালাজাদুও করতেন।

 .

.

প্রেমের আখ্যানে যাঁর কথা না বললেই  নয় তিনি হলেন বলিউডের ‘ভাইজান’। অভিনেত্রী সোমি আলি থেকে শুরু করে, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ একাধিক নাম জড়িয়েছে তাঁর সঙ্গে। এত কিছুর পরেও অবিবাহিত তিনি। তাঁর চর্চিত বান্ধবীকে গ্যালাক্সির সব অনুষ্ঠানেই দেখা যায় অবশ্য।

প্রেমের আখ্যানে যাঁর কথা না বললেই নয় তিনি হলেন বলিউডের ‘ভাইজান’। অভিনেত্রী সোমি আলি থেকে শুরু করে, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ একাধিক নাম জড়িয়েছে তাঁর সঙ্গে। এত কিছুর পরেও অবিবাহিত তিনি। তাঁর চর্চিত বান্ধবীকে গ্যালাক্সির সব অনুষ্ঠানেই দেখা যায় অবশ্য।

বলিউডের যে সব সম্পর্কে তুমুল ঝড় উঠেছিল রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমার তাঁদের মধ্যে অন্যতম। লুকিয়ে নাকি বিয়েও করেছিলেন। স্বীকার করেন নি কেউই। এখন দু’জনেই থিতু নিজেদের সংসারে।

বলিউডের যে সব সম্পর্কে তুমুল ঝড় উঠেছিল রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমার তাঁদের মধ্যে অন্যতম। লুকিয়ে নাকি বিয়েও করেছিলেন। স্বীকার করেন নি কেউই। এখন দু’জনেই থিতু নিজেদের সংসারে।