Bollywood: আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে প্রেম পরিণীতির? ওড়িশায় কপিলের ‘জুইগাটো’ করমুক্ত!

সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন  ‘বিনোদন এক নজরে’।

জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

 

 

পরিণীতার পরিণতি!

খবর শুনে বলিউড হতবাক। আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে ফের দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে। ব্যস, সঙ্গে সঙ্গে চর্চা শুরু। সবার এক প্রশ্ন, পরিণীতির পরিণতি কী? বৃহস্পতিবার মুম্বইয়ে নৈশভোজে জুটিকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা। তাঁদের দাবি, এই একদিন নয়, প্রায়ই নাকি তাঁদের ইতিউতি দেখা যাচ্ছে। ওরলির বাস্তিয়ানে নৈশভোজ সেরে বেরিয়ে আসার সময়েই ক্যামেরাবন্দি হন তাঁরা। রাঘব সহ্গে সঙ্গে গাড়িতে চলে যান। কিন্তু অভিনেত্রী ছবিশিকারিদের পোজ দেন। কিছুক্ষণ কথাও বলেন তাঁদের সঙ্গে।

ওড়িশায় ‘জুইগাটো’ করমুক্ত

ওড়িশায় কপিল শর্মার ‘জুইগাটো’ করমুক্ত। প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কপিল শর্মা-শাহানা গোস্বামী। অ্যাপলজ এন্টারটেইনমেন্ট এবং নন্দিতা দাস ইনিশিয়েটিভস প্রযোজিত ছবিটির ওড়িশায় শ্যুট হয়েছিল। সেই কারণেই সেখানে করমুক্ত করা হয়েছে। ওড়িশা সরকার ঘোষণা করেছে, ছবির শ্যুট হয়েছে এই রাজ্যে। এই রাজ্যে তাই প্রচারের জন্য করমুক্ত করা হল ছবিটিকে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নন্দিতা দাসকে তাঁর ছবিতে ওড়িশাকে প্রচার করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ছবিটি দর্শক এবং সমালোচক প্রশংসিত। কিন্তু কম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় এখনও পর্যন্ত ভাল ব্যবসা করতে পারেনি। তবে ওড়িশা সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নন্দিতা। তাঁর মতে, এই পদক্ষেপ দর্শককে হলমুখী করবে। ছবিটি ভাল ব্যবসা পাবে।

শ্যুটে আহত অক্ষয়

অমিতাভ বচ্চনের পরে অক্ষয় কুমার আহত। তিনিও বিগ বি-র মতোই অ্যাকশন দৃশ্যে নিজেই স্টান্ট দিচ্ছিলেন। বডি ডাবল ব্যবহার করেননি। যার ফলে দুর্ঘটনা ঘটে। খবর, অভিনেতা বর্তমানে টাইগার শ্রফের সঙ্গে স্কটল্যান্ডে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র শ্যুটিং করছেন। তবে চোট গুরুতর নয়। তাই হাঁটুতে ব্রেস বসেছে তাঁর। আহত অবস্থাতেই তিনি দিব্যি শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। আপাতত অভিনেতার ক্লোজ আপ শট নেওয়া হচ্ছে।

ছন্দে ফিরছেন সুস্মিতা

ধীরে ধীরে ছন্দে ফিরছেন সুস্মিতা সেন। ফ্যাশন শো-তে শো স্টপার হওয়ার পরে ডাবিং করলেন বৃহস্পতিবার। এদিন গভীর রাতে তাঁকে একটি ডাবিং স্টুডিয়োতে দেখা যায়। তিনি তাঁর আগামী ছবি ‘তালি’র ডাবিং শুরু করেছেন। তাঁকে দেখেই হাজির পাপারৎজিরা। সুস্মিতাও খুশিমনে তাঁদের পোজ দেন। এদিন তিনি গাঢ় নীল টপ এবং আসমানি নীল প্যান্ট পরেছিলেন। পায়ে সাদা চপ্পল। ছবি তোলার পরে তাঁদের সঙ্গে কথাও বলেন নায়িকা।

তৃতীয় সন্তানের গর্বিত বাবা

জনপ্রিয় পাকিস্তানি গায়ক, যার সীমানা পেরিয়ে প্রচুর ভক্ত রয়েছে, তিনি এবং তাঁর স্ত্রী সারা ভারওয়ানা তাঁদের তৃতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। গায়ক ঘোষণা করেছেন যে তারা রমজানের প্রথম দিনে একটি শিশুকন্যাকে স্বাগত জানিয়েছেন। নাম রেখেছেন হালিমা। আতিফ আসলাম দুই ছেলের বাবা - আব্দুল আহাদ ২০১৪ সালে জন্মগ্রহণ করেন এবং আরিয়ান ২০১৯ সালে জন্মগ্রহণ করেন।

 

আকর্ষণীয় খবর