সংবাদসংস্থা, মুম্বই: দেখতে দেখতে তিন বছর পার।
অতিমারি যেন গিয়েও যায়নি। এখনও কান পাতলেই আক্রান্ত হওয়ার খবর আসে। কিছু দিন আগেই কিরণ খের কোভিডে আক্রান্ত হয়েছেন। এবার পূজা ভাট। তিন বছরে এই প্রথম বার তিনি করোনা পজিটিভ। পরীক্ষার ফলাফল ইতিবাচক আসতেই জনসাধারণকে সতর্ক করেছেন অভিনেত্রী। টুইট করে জানিয়েছেন, ‘কোভিড পুরোপুরি চলে যায়নি। আমাদের আশেপাশেই আছে। তাই নিয়ম মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন। টীকা নেওয়ার পরেও কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারেন।’ নিজের সুস্থতা নিয়েও আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন, খুব তাড়াতাড়ি আবার আগের অবস্থায় ফিরবেন তিনি। তবে এই মুহূর্তে তিনি একেবারেই কিছু খেদে পারছেন না।
আরও পড়ুন: Bollywood: জন্মদিনে ‘ভাল’ হয়ে গেলেন কঙ্গনা? শত্রুদের কাছেও জোড়হাতে ক্ষমা চাইলেন!
পূজার টুইট পড়েছেন একাধিক বলিউড তারকা। তাঁরা প্রতিক্রিয়াও জানিয়েছেন। যেমন, পূজার পরিচালক ওনির লিখেছেন, “পূজা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমায় ভালবাসা এবং লড়াই করার শক্তি পাঠাচ্ছি"। উত্তরে পূজা বন্ধুকে আন্তরিক ধন্যবাদ জানান। জনৈক অনুরাগী লিখেছেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন পূজা। ঈশ্বরের উপরে ভরসা রাখুন।” পূজা তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন। আর এক নেট ব্যবহারকারী পূজাকে উৎসাহিত করতে লিখেছেন, স্বেচ্ছা নির্বাসন (কোয়ারেন্টাইন) অনেক সৃষ্টিশীল ভাবনা এবং কাজের জন্ম দেয়। পূজা রসিকতা করে উত্তর ফিরিয়ে দিয়েছেন, কারও মৃত্যুচিন্তা। আর কারও সৃষ্টিশীল কাজের চিন্তা!
And exactly 3 yrs later,I have tested positive for the first time. Mask up people! Covid is still very much around & can get to you despite being fully vaccinated. Hopefully I shall be back on my feet soon 🙏 https://t.co/WmNV6dH97n
— Pooja Bhatt (@PoojaB1972) March 24, 2023
খবর, দেশে করোনা ভাইরাস আবারও সক্রিয় হয়ে উঠছে। বেশ কয়েকজন অভিনেতা নতুন ধারার ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পূজার আগে, অভিনেতা-রাজনীতিবিদ কিরণ খের আক্রান্ত হয়েছেন কোভিডে। তিনি টুইট করে জানিয়েছিলেন, “আমি কোভিড পজিটিভ। তাই যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেকে পরীক্ষা করান।”