Television: চৈত্রমাসে ধুমধাম করে রিমঝিমের বিয়ে! পাত্র বিনোদন দুনিয়ার?

নিজস্ব সংবাদদাতা: চৈত্র মাসে বিয়ে করলেন রিমঝিম মিত্র? অভিনেত্রী পয়লা এপ্রিল ঘোষণা করতেই সাড়া পড়ে গিয়েছে বিনোদন দুনিয়ায়।

ঘটনা কতটা সত্যি? রিমঝিম ফোন তুলছেন না। ফলে, তাঁর থেকে সত্যিমিথ্যে জানার উপায় নেই। তবে টলিউড সূত্রে খবর, এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত ধারাবাহিক ‘আলতা ফড়িং’-এর শ্যুটে। চরিত্রের নাম আম্রপালি চৌধুরী। চিত্রনাট্য অনুযায়ী সম্ভবত তারই বিয়ে হয়েছে। সেই দৃশ্যের ছবিই অভিনেত্রী ভাগ করে নিয়েছেন সামাজিক পাতায়।

আরও পড়ুন: Television: ভাঙা পায়ে দিব্যজ্যোতির রোজ শ্যুটিং, রেটিং চার্টে কোন স্থানে ‘অনুরাগের ছোঁয়া’?

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় রিমঝিম জনপ্রিয় মুখ। ধারাবাহিক ‘কৃষ্ণকলি’, ‘তিতলি’ তাঁর সাম্প্রতিক কাজ। পাশাপাশি, ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো-এর গত সিজনে তিনি মেন্টর বা ‘গুরু’ ছিলেন। ‘আলতা ফড়িং’-এ তিনি ধারাবাহিকের নায়ক ‘অভ্র’ ওরফে অর্ণব বন্দ্যোপাধ্যায়ের নতুন বস। ‘ফড়িং’কে সরিয়ে ‘অভ্র’র জীবনে পাকাপাকি নিজের জায়গা তৈরির প্রবল বাসনা। ধারাবাহিকে কি তা হলে অর্ণবের সঙ্গেই বিয়ে হল রিমঝিমের? এই ঘটনা সত্যি হলে বড় মোচড় আসতে চলেছে ধারাবাহিকে।

এদিকে বিয়ের ছবি ভাগ করে নিতেই মন্তব্যের বানভাসি। সিঁথির সিঁদুর অভিনেত্রীর কপালে ছড়িয়ে পড়েছে। টিকলি, ঝুমকো, নোলক, চন্দন, বেনারসিতে সলাজ নায়িকা। রানা সরকার, রিমঝিম গুপ্ত, অভিজিৎ গুহ, ঈষাণ মজুমদার, পায়েল দেব, সায়ন্তন ঘোষাল, ঋজু দে, দেবতনু প্রমুখ বিনোদন দুনিয়ার মানুষ রিমঝিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গেও প্রশ্নও উঠেছে, চৈত্র মাসে বিয়ে হয়? রিমঝিমের সটান জবাব ‘হয়’! সত্যিই তো, চিত্রনাট্যের প্রয়োজনে মল মাসেও সাতপাক ঘোরেন অভিনেতারা। রিমঝিমই বা তা হলে বিয়ে করবেন না কেন?

 

আকর্ষণীয় খবর