নিজস্ব সংবাদদাতা: টেলিপাড়ায় ঢি ঢি।
ইচ্ছেধরী নাগের গল্প নিয়ে তৈরি ধারাবাহিক ‘পঞ্চমী’র শ্যুট নাকি ইচ্ছেমতো চলছে! কাহিনিকার সাহানা দত্ত প্রচণ্ড ব্যস্ত। তাই নাকি গল্প লিখে উঠতে পারছেন না। পরিচালক নিজের মতো করেই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। খবরের সত্যিমিথ্যা যাচাই করতে পরিচালক শুভ্রজ্যোতি মাইতিকে। তিনি জানিয়েছেন পুরোটাই ভুয়ো। সাহানা শুরু থেকে যে ভাবে গল্প দিয়ে আসছেন সে ভাবেই এখনও গল্প দিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: Television: ধুমধাম করে বিয়ে রিমঝিমের! পাত্র বিনোদন দুনিয়ার?
আজকাল ডট ইনের সঙ্গে এরপরেই নিজে যোগাযোগ করেন কাহিনিকার। তাঁর কথায়, ‘‘আমি গল্প না দিলে শ্যুট চালানো অসম্ভব। আমি ততটাও ব্যস্ত নই যে ধারাবাহিকের গল্পের জোগান দিতে পারব না। এই কারণেই একটি ধারাবাহিক আর তিনটি সিরিজ সাকুল্যে বছরে করি।’’ তাঁর আরও দাবি, ‘‘আমার জন্য কখনও ফ্লোর বসে থাকে না। তেমন যদি কখনও হয় তা হলে সে দিন সবাইকে ছুটি দিয়ে দেব।’’ তাঁর মতে, স্টুডিয়ো পাড়ায় সব থেকে বেশি ব্যাঙ্কিং থাকে তাঁর ধারাবাহিকের। অতিমারির সময়ে ব্যাঙ্কিং না থাকায় তাঁকে ভুগতে হয়েছিল।
শুরু থেকেই সাহানার এই ধারাবাহিক ভাল ফলাফল করছে। প্রতি বৃহস্পতিবার রেটিং চার্টে প্রথম পাঁচ বা প্রথম ১০-এর মধ্যে জায়গা বাঁধা। এই ফলাফলে ‘পঞ্চমী’ ওরফে সুস্মিতা দে খুব খুশি। তাঁর আগের ধারাবাহিক বৌমা ‘একঘর’ খারাপ টিআরপি-র কারণে মাত্র তিন মাসেই বন্ধ হয়ে গিয়েছিল। পঞ্চমীর সাফল্যের কৃতিত্ব তিনি সাহানা এবং পরিচালককেই দিয়েছেন। তাঁর কথায়, ‘‘সাহানাদি ধারাবাহিকের পিছনে প্রচুর খাটেন। তাই শুরু থেকেই ভাল ফল করছে ‘পঞ্চমী’। একই ভাবে সাহানাদির নির্দেশ অক্ষরে অক্ষরে মানেন শুভ্রদা। আমরা সবাইকে তাঁকে মেনে চলি। আমাদের টিম খুব নিয়মনিষ্ঠ। সেই জন্যই আমরা প্রতি সপ্তাহে রেটিং চার্টে জায়গা পাচ্ছি।’’