Television: কেন স্বার্থপর হলেন রূপসা? নিজেই জানালেন অভিনেত্রী

নিজস্ব সংবাদদাতা: খলনায়িকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন রূপসা চট্টোপাধ্যায়। ঝুলিতে ‘বিষাক্ত মানুষ’, ‘থ্রি কোর্স মিল’, ‘রুদ্রবীণার অভিশাপ’-এর মতো কাজ রয়েছে। বাস্তবে তিনি কেমন? অভিনেত্রী সাপ জানিয়েছেন, তিনি প্রচণ্ড স্বার্থপর! নায়িকার সঙ্গে তাঁর মা-ও মুখ খুলেছেন। তাঁর দাবি, রূপসা চোখের পলকে ‘গল্প’ বানিয়ে ফেলতে পারেন! সেই ‘গল্প’-এ ভীষণভাবে বাস্তবের ছোঁয়া থাকে। যিনি শুনছেন, তিনি ধরতেই পারেন না, পুরোটাই মিথ্যে।

আরও পড়ুন: EXCLUSIVE: মণিরত্নমের ছবিতে প্রসেনজিৎ? গুঞ্জন, শুটিং করতে মুম্বইয়ে টলিউড ‘ইন্ডাস্ট্রি’?

নতুন বিয়ে। রূপসার জামাইষষ্ঠী দিন দুই আগেই শুরু। জি বাংলার রিয়্যালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’র জন্য একপ্রস্থ উদযাপন আগেই হয়ে গিয়েছে। অভিনেত্রীর মা তাঁকে এবং সায়নকে নিয়ম মেনে বরণ করেছেন। একমাত্র জামাইয়ের হাতে বেঁধে দিয়েছেন হলুদ সুতো। হাতে দিয়েছেন ফলের বাটা। জি বাংলার এই উদযাপনের সঞ্চালক অপরাজিতা আঢ্য। সেখানেই রূপসার মা ফাঁস করেন অভিনেত্রী মেয়ের যাবতীয় কীর্তি।

সত্যিমিথ্যে জানতে অপরাজিতা সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন রূপসাকে। তখনই তাঁর সপাট জবাব, ‘‘গল্প’ তো দিতেই পারি। আমি খুব স্বার্থপর। মায়ের কোনও জিনিস অন্য কাউকে ব্যবহার করতে দিই না।’’ উদাহরণ হিসেবে ছোটবেলার একটা ঘটনাও তুলে ধরেন। রূপসাদের বাড়ির পরিচারিকা তাঁর মায়ের থেকে কিছু শাড়ি চেয়েছিলেন। রূপসার মা-ও দিতে রাজি হন। সেই কথা কানে গিয়েছিল নায়িকার। নিমেষে মাথায় দুষ্টুবুদ্ধি। রূপসা সটান বসে পড়েন সিঁড়িতে। মায়ের শাড়ি নিয়ে যেই পরিচারিকা নামবেন ওমনি তাঁকে আটকান। তার পরেই ফাঁদের ‘গপ্পো’!

ছোট্ট রূপসা পরিচারিকাকে বলেন, ‘‘অশোকা পিসি, তুমি নিও না মায়ের শাড়িগুলো।

এটা তো ওই মহিলাটির শাড়ি নয়! এটা তো আমার মায়ের শাড়ি।’’ কিছু বুঝতে না পেরে সেই পরিচারিকা প্রকৃত ঘটনা জানতে চান। অভিনেত্রী জানান, তাঁর মা নাকি ছোটবেলাতেই প্রয়াত! যিনি এখন বাড়িতে আছেন তিনি তাঁর মায়ের বোন। পরিচারিকা সঙ্গে সঙ্গে থমকে যান। বিশ্বাসও করেন। শুনতে শুনতে তাঁর চোখে জল। ধরা গলায় বলেন, ‘‘আহা রে! বোঝায় যায় না...’’। সঙ্গে সঙ্গে খুদে অভিনেত্রীর যুক্তি, বুঝতে দেয় না! এভাবেই রূপসার মায়ের সব জিনিস দিয়ে দিচ্ছে। অভিনেত্রীর গল্প শুনে হাসিতে ফেটে পড়েন সবাই।

আকর্ষণীয় খবর