EXCLUSIVE: মণিরত্নমের ছবিতে প্রসেনজিৎ? গুঞ্জন, শুটিং করতে মুম্বইয়ে টলিউড ‘ইন্ডাস্ট্রি’?

নিজস্ব সংবাদদাতা: টলিউডের ছাতি ফুলেফেঁপে আবারও ৫৬ ইঞ্চি! সূত্রের খবর, বিক্রমাদিত্য মোতওয়ানে, হনসল মেহতার পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি এবার মণিরত্নমের ছবিতে! আরও গুঞ্জন, ছবির শুট নাকি শুরু হয়ে গিয়েছে।

এবং টলিউড ‘ইন্ডাস্ট্রি’ নাকি সেই কারণেই মুম্বইয়ে? ‘পিএস২’-এর ছবি-মুক্তির দিন মুখোমুখি হন দুই তারকা। সেই ছবি ভাগ করে প্রসেনজিৎ জানিয়েছিলেন, দক্ষিণী পরিচালক তাঁর অনুপ্রেরণা। সে দিন নায়কের সঙ্গে মুম্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী অদিতি রায় হায়দারিও ছিলেন। সেই আলাপের সূত্র ধরেই কি এই যোগাযোগ? সেই খবর এখনও অজানা। তবে খবর সত্যি হলে বলিউডের পরে দক্ষিণী ছবিতেও আধিপত্য বিস্তার 'বুম্বাদা'র।

 

আরও পড়ুন: Bollywood: বলিউড ছেয়ে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'হিমাংশু রায়'-এর পরেই সাংবাদিকতায়

মু্ম্বইয়ে সিরিজ-মুক্তির পরে টিম ‘জুবিলি’ পা রেখেছিল ‘বুম্বাদা’র শহর কলকাতাতেও। তখনই আজকাল ডট ইনকে তিনি জানান, ধৈর্য ধরেছেন বলেই বলিউডেও ধীরেসুস্থে জায়গা করে নিতে পারছেন। বিক্রমাদিত্যর ‘জুবিলি’, তাঁর অভিনীত চরিত্র ‘শ্রীকান্ত রায়’— খুব চেনা। মনের খুব কাছের। কারণ, তিনি চলচ্চিত্রের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। ফলে, বম্বে টকিজ, তাঁর ইতিহাস এবং প্রতিষ্ঠানের কর্ণধার সম্পর্কে বিশদে জানেন। সেই রেশ কাটার আগেই হনশল মেহতার সিরিজ ‘স্কুপ’-এর ট্রেলার প্রকাশ্যে। সিরিজে প্রসেনজিৎ তদন্তকারী সাংবাদিক। যাঁকে খুন করবে এক কুখ্যাত ডন। ট্রেলার দেখেই উৎফুল্ল বাঙালি দর্শকদের দাবি, বলিউডে ক্রমশ নিজেকে মেলে ধরছেন তাঁদের প্রিয় ‘বুম্বাদা’।

 

 

আকর্ষণীয় খবর