Bollywood: জুনেইদ-খুশির ‘লাভ স্টোরি’ প্রকাশ্যে! বলিউডে আমির-বনির নতুন রসায়ন?

সংবাদসংস্থা, মুম্বই: বলিউড আকাশে ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’দের ছড়াছড়ি।

সম্প্রতি, এক ঝাঁক তারকা পুত্র-কন্যা পর্দা কাঁপাতে আসছেন। এঁদের মধ্যে আমির খানের ছেলে জুনেইদ, বনি কাপুরের ছোট মেয়ে খুশি, শাহরুখ খানের মেয়ে সুহানা এবং অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা রয়েছেন। এর মধ্যে জুনেইদ যশরাজ ফিল্মসের ব্যানারে নতুন ছবি মহারাজা-তে আত্মপ্রকাশ করছেন। সেই ছবি-মুক্তির আগেই দ্বিতীয় ছবির ডাক পেয়েছেন তিনি। সেই ছবিতেই তাঁর বিপরীতে বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর।

আরও পড়ুন: Bollywood: গত সপ্তাহেই পাশে বসিয়ে যত্ন করে খাওয়ালেন, পরের সপ্তাহেই প্রদীপদা নেই? বাকরুদ্ধ কঙ্গনা

খবর, জুনায়েদ এবং খুশি ‘লাভ টুডে’র হিন্দি রিমেকে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন। ২০২২-এ মুক্তি পাওয়া তামিল ছবিতে প্রদীপ রঙ্গনাথন এবং ইভানা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। জানা গিয়েছে, ছবিটির হিন্দি রিমেক ফ্যান্টম স্টুডিও প্রযোজনা করবে। যদিও এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

খুশি জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’-এ আত্মপ্রকাশ করতে চলেছেন। একই ছবিতে অভিনয়ের হাতেখড়ি হবে সুহানা খান, অগস্ত্য নন্দারও। ছবিটি সম্ভবত নেটফ্লিক্স-এ মুক্তি পাবে। জুনায়েদ এর আগে আমির খানের ‘লাল সিং চড্ডা’র জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু সেখানে মনোনীত হননি। এরপরেই তিনি যশরাজ ফিল্মস থেকে ডাক পান বলে খবর। জুনায়েদ এবং খুশির ‘লাভ টুডে’ রিমেকে চুক্তিবদ্ধ হওয়ার খবর সত্যি হলে ‘স্বজনপোষণ’-এর অভিযোগ কিন্তু সত্যি প্রমাণিত হবে। কারোর হাতে কাজ নেই। আর জুনেইদ-খুশি কাজ শেষে আগেই ডাক পেয়ে যাচ্ছেন। তারকা সন্তান বলেই কি ‘ছপ্পড় ফাড়কে’ ডাক আসছে?

 

আকর্ষণীয় খবর