সংবাদসংস্থা, মুম্বই: ২২ বছরের বিবাহিত জীবন।
দীর্ঘ দাম্পত্যের ফসল এক সন্তান। ২০২১-এ সেই বিয়ে ভেঙে বেরিয়ে আসা। ২০২৩-এর ২৫ মে ফের সাতপাকে বাঁধা পড়া। সব মিলিয়ে জোর চর্চায় আশিস বিদ্যার্থী। চর্চা বেড়েছে তাঁর প্রথম স্ত্রী রাজশি বড়ুয়ার তিনটি ইনস্টাগ্রাম স্টোরিতে। প্রথম পোস্টে শোকের মৃদু ছোঁয়া। দ্বিতীয়টিতে, তাঁর বর্তমান মানসিক পরিস্থিতির বর্ণনা। সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন শকুন্তলা বড়ুয়াও। কেবল নীরব আশিস স্বয়ং। শুক্রবার তিনিও মুখ খুললেন।
আরও পড়ুন: Bollywood: আশিসের দ্বিতীয় বিয়েতে ‘আহত’ প্রথম স্ত্রী রাজোশি? রহস্যময় পোস্টে কী জানালেন?
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাগ করে নেন আশিস। সেখানেই বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে নিয়ে মুখর অভিনেতা। তাঁর দাবি, ‘‘অনেক চেষ্টা করেছি। বিয়ে টিকিয়ে রাখতে পারিনি।’’ এও জানান, প্রত্যেকের জীবন আলাদা। দৃষ্টিভঙ্গি, ভাবনা, পেশা, ধর্ম— সব দিক থেকে। সেই জায়গা থেকেই দুটো মানুষের জীবনও অন্য রকম হবে। বর্তমানের কথা বলতে বলতেই তিনি ফিরে গিয়েছেন অতীতে। ২২ বছরের বিবাহিত জীবনে সুখী ছিলেন, অকপটে স্বীকার করেছেন। তারপরেও দু’জনের পথ দু’দিকে বেঁকে গিয়েছে। আশিস জানিয়েছেন, তিনি এবং রাজশি গত কয়েক বছর ধরেই এই বদল অনুভব করেছেন।
তাই নিয়ে তাঁরা একাধিক বার নিজেদের মধ্যে আলোচনা করেছেন। নিজেরা সেটা মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন। কিন্তু তাতে তিক্ততা বেড়েছে বই কমেনি। দু’জনেই বুঝতে পেরেছেন, বিচ্ছেদ আসন্ন। তারপরেই তাঁরা আলাদা হয়ে যান। ২০২২-এ অভিনেতার সঙ্গে আলাপ রূপালি বড়ুয়ার। তাঁরা প্রথমে সামাজিক মাধ্যম, ফোনে কথা বলতেন। বেশ কিছু দিন আলাপের পরে দেখা করেন। এবং ঠিক করেন, একছাদের নীচে বিবাহিত জীবন কাটাবেন। অভিনেতা স্পষ্ট বলেন, ‘‘আমি জীবনকে ভালবাসি। উপভোগ করতে চাই। আবারও কারও সঙ্গে একসঙ্গে পথ হাঁটতে চাই। আমি আবারও বিয়ে করতে চেয়েছি।’’
এই প্রসঙ্গে তিনি তাঁর এবং দ্বিতীয় স্ত্রী-র বয়স নিয়ে ভ্রান্তিও কাটিয়ে দেন। জানান, তিনি ৫৭, রূপালি ৫০। তাঁর এও দাবি, যে কোনও শ্রেণির মানুষের জীবনেই বয়সটা কোনও বাধা নয়। ভাল থাকাটাই একমাত্র কাম্য। সেটাই করেছেন তিনি। ভাল থাকতে চেয়েছেন। আশিসের এই ভিডিয়োয় অতীত নিয়ে কোনও তিক্ততা নেই। প্রথম স্ত্রী, প্রথম বিয়ের প্রতি কোনও দোষারোপ নেই। তাই আরও একবার অনুরাগীরা অভিনেতার পাশে। তাঁদের দাবি, জীবনকে ইতিবাচক দৃষ্টিকে দেখার পাঠ পড়ালেন আশিস বিদ্যার্থী।