Netherlands-USA: কমলা ঝড়ে উড়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র, শেষ আটে নেদারল্যান্ডস 

নেদারল্যান্ডস - (ডিপে, ব্লাইন্ড, ডামফ্রিস)

মার্কিন যুক্তরাষ্ট্র - (রাইট)

আজকাল ওয়েবডেস্ক: খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কমলা ঝড়।

শনিবার প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারাল নেদারল্যান্ডস। গোল করেন মেমফিস ডিপে, দালে ব্লাইন্ড এবং ডেঞ্জিল ডামফ্রিস।‌ যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোল হাজি রাইটের। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ডাচদের। মাঝমাঠে পাঁচজনকে রেখে কিছুটা সাবধানতার মোড়কে শুরু করেন ভ্যান গাল। ফরোয়ার্ডে মেমফিস ডিপে এবং কডি গাকপোকে রেখে শুরু করেন। প্রথম তিন ম্যাচে স্কোরশিটে নাম তুললেও এদিন গোল পাননি গাকপো। তবে বাকিরা পুশিয়ে দেন। যদিও প্রথম ঝটকা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচের ৩ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের শট বাঁচিয়ে দেন ডাচ গোলকিপার নোপার্ট। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডামফ্রিসের ক্রস থেকে হেডে গোল করেন মেমফিস ডিপে। বিরতির আগেই ব্যবধান বাড়ে। ২-০ করেন দালে ব্লাইন্ড। দ্বিতীয়ার্ধে যথেষ্ট প্রতিযোগিতামূলক ফুটবল খেলে দুই দলই। ম্যাচের ৭৬ মিনিটে সমতা ফেরায় রাইট। এরপর কিছুটা চাপে পড়ে যায় ডাচরা।‌ একটা সময় নেদারল্যান্ডসকে চেপে ধরেছিল। বেশ কয়েকটা সুযোগও পায় মার্কিনীরা।‌ তবে ম্যাচের ৮১ মিনিটে ডাচদের জয় নিশ্চিত করেন ডামফ্রিস। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে নেদারল্যান্ডস। 

আকর্ষণীয় খবর