এটিকে মোহনবাগান - ১ (পেত্রাতোস)
বেঙ্গালুরু এফসি - ০
আজকাল ওয়েবডেস্ক: গোয়ার কাছে দুরমুশ হওয়ার পর চমকপ্রদ প্রত্যাবর্তন এটিকে মোহনবাগানের।
হায়দরাবাদের পর বেঙ্গালুরু। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে ১-০ গোলে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণদের হারাল সবুজ মেরুন। ম্যাচের একমাত্র গোল দিমিত্রি পেত্রাতোসের। জোড়া জয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের চার নম্বরে এটিকে মোহনবাগান। আগের ম্যাচে খেলেননি পেত্রাতোস। এদিন মাঠে ফিরেই গোলে ফিরলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। ম্যাচের ৬৬ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া গোলার মতো শটে জয়সূচক গোল করেন পেত্রাতোস। বেঙ্গালুরু থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরতে পেরে সন্তুষ্ট হবেন জুয়ান ফেরান্দো। এদিন যে টানা এটিকে মোহনবাগান ভাল খেলেছে সেটা নয়। বিক্ষিপ্ত ফুটবল। তবে কয়েকটা ভাল সুযোগ তৈরি করেন আশিক, লিস্টন, হুগোরা।
এদিনও ৪-৩-৩ ফরমেশনে দল সাজান সবুজ মেরুন কোচ। দলে দুটো পরিবর্তন করেন। ফেরেন লেনি রডরিগস এবং দিমিত্রি পেত্রাতোস। তবে ম্যাচের প্রথম সুযোগ বেঙ্গালুরুর। ৫ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট জাভি হার্নান্দেজের। সামনে একা এটিকে মোহনবাগান গোলকিপার বিশাল কাইতকে পেয়েও তাঁর গায়ে মারেন। প্রথমার্ধে সেই অর্থে কোনও পজিটিভ সুযোগ নেই এটিকে মোহনবাগানের। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পায়। কিন্তু স্কোরলাইনে কোনও বদল হয়নি। প্রাক্তন দলের বিরুদ্ধে সহজ সুযোগ নষ্ট রয় কৃষ্ণর। সিটার মিস করেন ফিজির স্ট্রাইকার। ছন্দে নেই সুনীল ছেত্রীও। এদিন নিষ্প্রভ ছিলেন বেঙ্গালুরু অধিনায়ক। ফলে ঘরের মাঠে কলকাতার দুই প্রধানের কাছেই হারল বেঙ্গালুরু।